সাবেক মন্ত্রী কামরুল ইসলামের জামিন নাকচ

রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা সাত মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ সোমবার (১৪ জুলাই) ঢাকার পৃথক তিন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসব মামলায় কামরুল ইসলামের জামিন নাকচ করে দেন।
কামরুল ইসলামের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাত মামলার মধ্যে কামরুল ইসলামের নির্বাচনি এলাকায় চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। বাকি পাঁচটি হলো বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা।
আফতাব মাহমুদ আরও বলেন, ম্যাজিস্ট্রেট আদালত জামিন না দেওয়ায় আমরা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করি। আদালত জামিন শুনানি শেষে তা নাকচ করেন। আমরা এখন উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করব।
মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। পরে কয়েক দফা রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখা হয়েছে।
জানা গেছে, এ পর্যন্ত মোট ২৩টি মামলায় কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও আইসিটি আইনের মামলা রয়েছে।