বেশিরভাগ কোম্পানির দরপতনেও মূলধন বেড়েছে ৬১৫১ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (১৭ জুলাই) লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ দশমিক ৫৮ পয়েন্ট। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৬ হাজার ১৫১ কোটি টাকা। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৯ কোটি টাকা। যা গত আট মাস ১২ দিন বা ১৬৪ কার্যদিবস পর সেরা লেনদেন। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইতে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ৫২ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৯ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ২৬ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ২৭ পয়েন্ট। পরে উত্থান গতি বাড়ে। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টা এক মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৪৪ পয়েন্ট। উত্থান গতি পরে কমে আসে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৫ দশমিক ৫৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ১৩২ দশমিক ৪৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ১৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৬ দশমিক ৬৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ দশমিক ৭৯ পয়েন্টে।
আজ বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার। এর আগে গত ৫ নভেম্বর লেনদেন হয়েছিল ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। বুধবার ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি ২৯ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ৩৪৭ কোটি ৩২ লাখ টাকা। একদিনের ব্যবধানে মূলধন কমেছে ছয় হাজার ১৫০ কোটি ৯৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৩টির এবং কমেছে ১৮০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বিচের ১৭ কোটি ৯২ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১৫ কোটি ৪০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৮৯ লাখ টাকা এবং গ্রামীণফোনের ১১ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৮০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।