ভারতে ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে ১৯ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রাঘাতে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, বজ্রাঘাতে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দা জেলায়, যেখানে পাঁচজন প্রাণ হারিয়েছেন। এরপর বৈশালীতে চারজন এবং বাঁকা ও পাটনায় দুজন করে মারা গেছেন। এছাড়াও শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি নিহতদের প্রতিটি পরিবারের জন্য চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে, তিনি রাজ্যের জনগণের প্রতি খারাপ আবহাওয়ার সময় পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।