ফ্রান্সে মোবাইল অপেরা হাউস

ফ্রান্স সরকারের সহায়তায় প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য মোবাইল অপেরা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ফলে যারা কোনোদিন অপেরায় যাননি তারা বিষয়টির সঙ্গে পরিচিত হতে পারছেন।দক্ষিণাঞ্চলীয় পর সাঁ-লুই ডু রোন শহরে প্রায় ৯ হাজার মানুষ বাস করেন। প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত এলাকাটিতে আছে বিশাল লবণাক্ত সমভূমি। তবে সংস্কৃতি উপভোগের খুব বেশি সুযোগ নেই। সেখানে সম্প্রতি মোবাইল অপেরার ব্যবস্থা করা হয়েছিল।ফাব্রিস...