সৌদি আরবে মাথায় কাঁচ পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিআরবে কাজ করার সময় ভবনের কাঁচ ভেঙে মাথায় পড়ে ওমর ফারুক (২৬) নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৫ আগস্ট) সৌদি আরব সময় বিকেল ৩ টার দিকে দেশটির দাম্মাম শহরে এ ঘটনা ঘটে।নিহত প্রবাসী মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল‍্য বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।নিহত সৌদি প্রবাসী ওমরের নিকটাত্মীয়...