বিশ্বসাহিত্য কেন্দ্রে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় একাদশ শ্রেণির বইপড়া কর্মসূচির (৩৮তম ব্যাচ) পুরস্কার বিতরণ ও ৩৯তম ব্যাচের ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২ মে) সকাল ১০টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা মহানগরের ১৮টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী মোট ১৬১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে নবীন ৩০ জন পাঠককে ৩৯তম ব্যাচে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিশেষ অতিথি ছিলেন টেলিভিশন ব্যক্তিত্ব, বিতার্কিক ও লেখক ডা. আব্দুন নূর তুষার এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্বসাহিত্য কেন্দ্রে তোমাদের জন্য এমন কিছু বই নির্বাচন করা হয়েছে, যেগুলো পড়লে তোমাদের অন্তর ও চিন্তা বড় হবে, বিকশিত হবে। জীবনে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
ডা. আব্দুন নূর তুষার বলেন, ‘প্রতিটি মানুষের মধ্যে পৃথিবীকে বদলে দেওয়ার সম্ভাবনা থাকে। যারা স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে, তারাই পৃথিবীকে বদলায়। বিশ্বসাহিত্য কেন্দ্র শিক্ষার্থীদের সেরা বইগুলো দিয়ে সেই পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়।’
বক্তব্যের শুরুতেই বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীসহ অভিভাবকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘সন্তানদের বই পড়ার মতো একটি ভালো অভ্যাসে যুক্ত রাখার জন্য অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষক, অভিভাবক ও নবীন পাঠকেরা উপস্থিত ছিলেন।