বিএনপি দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায় : কামরুল

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। কিন্তু বিএনপি রোহিঙ্গা সমস্যা নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।
গতকাল শনিবার ঢাকার কেরাণীগঞ্জের আটি বাজার বহুমূখী ব্যবসায়ী সমবায় সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
কামরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী সমাদৃত, আলোচিত ও প্রশংসা অর্জন করেছেন। বাংলাদেশের একটি রাজনৈতিক দল (বিএনপি) এটাকে ভালো চোখে দেখছেন না। দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তা চেতনার কারণেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও একাধিক ভয়াবহ বন্যা পরিস্থিতির পরও অর্থনীতিতে দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। যা সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।
ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, যুবলীগ নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম ও আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক।