উত্তরায় কিশোরী গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরায় কর্মজীবী কিশোরী গণধর্ষণের অভিযোগে আরিফ নামে তার এক সহকর্মীসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও র্যাব।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ। অন্যজনকে আটক করেছে র্যাব।
urgentPhoto
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় ফোনে যোগাযোগ করা হলে ওসি বা ডিউটি অফিসার কাউকে পাওয়া যায়নি। তবে কর্তব্যরত পুলিশ সদস্য মিলন জানান, গতকাল রাতে শফিকুল ইসলাম সোহেল বাবু (২২) ও আসলাম হোসেন (২০) নামের দুই যুবককে আটক করা হয়। আটক ব্যক্তিদের পরে নির্যাতিত কিশোরীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ সকালে তাঁদের কোর্টে চালান দেওয়া হয়।
এ ছাড়া আরিফ নামে আরো একজনকে আটক করেছে র্যাব। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি ওই পুলিশ সদস্য।
এদিকে নির্যাতিত কিশোরীটির এক আত্মীয় হাসপাতাল থেকে জানান, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বরিশাল থেকে ঢাকায় এসে একটি ডিপার্টমেন্টাল স্টোরে চাকরি নেয় কিশোরীটি। গত বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয় সে।
নির্যাতনের শিকার কিশোরীর ভগ্নিপতি বলেন, ‘বৃহস্পতিবার কাজ শেষে বাইরে বের হলে আরিফ নামের তার এক সহকর্মী বলেন, কথা আছে। তার সঙ্গে আরো দুজন ছেলে ছিল। পরে ওদের নিয়ে সামনে আগায়। সামনে আগানোর পর আরিফ, তুমি একটু কথা শোনো। পরে সে (কিশোরী) বলে, আমার বাসায় একটু কাজ আছে- এখন আর কী কথা শুনব, রাত হয়ে গেছে, যাইগা। পরে ওরে (কিশোরী) ওভারটেক করে সামনে গিয়ে দাঁড়ায়। পরবর্তীতে ওরে ধরে নিয়ে পাশের একটি বিল্ডিংয়ে যায়। সেখানে আরিফসহ আরো দুই যুবক ওকে ধর্ষণ করে। ’
ছাড়া পেয়ে কিশোরীটি রাত ১১টার দিকে বাসায় গিয়ে তার পরিবারকে ঘটনাটি খুলে বলে। রাত সাড়ে ৩টার দিকে ধর্ষণের শিকার কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান কিশোরীর ভগ্নিপতি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৮।