রাজধানীতে গৃহকর্মী গণধর্ষণের শিকার

রাজধানীর মীরবাগে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহকর্মী। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসেম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ধর্ষণের শিকার ওই নারী মীরবাগের মীরেরটেক এলাকায় মেসবাড়িতে কাজ করতেন। তিনি ওই এলাকার একটি রিকশার গ্যারেজের পাশে একটি ঘরে থাকতেন।
দুপুর ১২টার দিকে তিন যুবক ওই নারীর ঘরে প্রবেশ করে। এ সময় দুই যুবক তাঁকে ধর্ষণ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
ধর্ষণে জড়িত সন্দেহে হাসেম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন আরো দুজনকে আটকের চেষ্টা চলছে বলে জানান রমনা থানার ওসি।