চাঁদাবাজির প্রতিবাদে পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

চাঁদাবাজির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল থেকে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দৌলতদিয়া ঘাটে ক্ষমতাসীন দলের লোকজন ও স্থানীয় প্রভাবশালীরা কাউন্টারে চাঁদাবাজি করছে অভিযোগ করে শিবালয় লঞ্চ মালিক সমিতি এই সিদ্ধান্ত নেয়।
লঞ্চ মালিক ও শ্রমিকেরা জানান, কিছু দিন ধরে ক্ষমতাসীন দলের নেতা ও স্থানীয় প্রভাবশালীরা দৌলতদিয়া ঘাটে এসে লঞ্চ কাউন্টারে চাঁদাবাজি করছেন। অনেক সময় চাঁদা না পেয়ে তাঁরা লঞ্চ শ্রমিক ও সুপারভাইজারদের গালিগালাজ এবং লাঞ্ছিতও করেছেন।
শিবালয় লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহিম খান জানান, সুপারভাইজার ও লঞ্চ শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার এবং চাঁদাবাজিতে মালিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। মালিক সমিতি এই চাঁদাবাজির প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। চাঁদাবাজি বন্ধে কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত লঞ্চ চালু করা হবে না বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান সাজ্জাদ জানান, চাঁদাবাজির প্রতিবাদে লঞ্চ মালিক সমিতি পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলকারী ২৫টি লঞ্চই বন্ধ রেখেছে। বিষয়টি নিয়ে মালিক সমিতি ও সংশ্লিষ্টদের নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। দ্রুতই এ নৌপথে আবার লঞ্চ চালু করা হবে বলেও জানান সাজ্জাদ।