ছাতকে জামায়াত-পুলিশ সংঘর্ষে আহত ৫

সুনামগঞ্জের ছাতকে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে ছাতকের জালালিয়া আলিম মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুস সোবহানের ফাঁসির রায় প্রত্যাখ্যান করে বিকেলে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা। মিছিলটি ছাতক ট্রাফিক পয়েন্টে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে গেলে পুলিশ ধাওয়া দেয়।
এ সময় জালালিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে শিবিরের এক কর্মীকে আটক করে পুলিশ। জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
একপর্যায়ে জামায়াত নেতাকর্মীরা ধাওয়া করলে পাশের একটি মার্কেটে আশ্রয় নেয় পুলিশ। পরে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী এনটিভিকে বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিলের নামে নাশকতা করার চেষ্টা করলে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা মখছুদুর রহমান ও পৌর জামায়াতের আমির সুফি আলম সোহেল জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে।