আমাদের ছোট দলই বড় দলকে সম্মানের সাথে রেখেছে : রওশন

জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, বর্তমানে জাতীয় পার্টি একটি ছোট দল হলেও শক্তিতে ছোট নয়।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহ সদরে এক স্কুল মাঠে মহাজোটের উদ্যোগে লাঙ্গল প্রতীকের পক্ষে এক নির্বাচনী যৌথ প্রতিনিধি সভায় এসব কথা বলেন রওশন এরশাদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রওশন এরশাদ।
বিরোধী দলীয় নেতা বলেন, ‘আপনারা সবাই জানেন মহাজোট হয়েছে। মহাজোটের মাধ্যমে আমরা এখানে নির্বাচন করব। আপনারা জানেন যে, আওয়ামী লীগ একটা বড় দল। কিন্তু আমাদের দল অতটা বড় নয়। আগে ছিল; কিন্তু অনেক দিন ক্ষমতার বাইরে থাকায় অনেক লোক আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে।
যাই হোক গত নির্বাচনে আপনারা দেখেছেন আমাদের ছোট দলই বড় দলকে (আওয়ামী লীগ) সাহায্য করে তাকে সম্মানের সাথে রেখেছে। কাজেই আমাদের দল ছোট হলেও শক্তি কিন্তু ছোট নয়’, বলেন রওশন এরশাদ।
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে সফলভাবে দশম সংসদের মেয়াদ শেষ করেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে মহাজোটকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান রওশন এরশাদ।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে বিরোধী দলীয় নেতা ছাড়াও সভায় বক্তব্য দেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, শহর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।