সড়ক দুর্ঘটনারোধে চাঁপাইনবাবগঞ্জে ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা ও গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধি করতে আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রার উদ্বোধন করেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ছবি : এনটিভি
সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা ও গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধি করতে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও কর্মশালার আয়োজন করা হয়।
আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। পরে শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন সংসদ সদস্য আবদুল ওদুদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রা শেষে শহরের একটি কমিউনিটি হলে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সড়ক দুর্ঘটনারোধে চালকদের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।