নাইকো মামলা
খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি কাল পর্যন্ত স্থগিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার শুনানি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে তেল-গ্যাস অনুস্ধান চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১০ হাজার কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালের ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই মামলাটির কার্যক্রম স্থগিত এবং রুল জারি করেন হাইকোর্ট।