‘গান পাউডারসহ’ জামায়াতের ১৫ নেতা-কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমিরসহ দলের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ককটেল ও গানপাউডার জব্দ করা হয় বলে পুলিশ দাবি করেছে।
আজ শুক্রবার বিকেলে শিবগঞ্জ বাজারের ইসলামিক একাডেমি থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, বিকেলে শিবগঞ্জ বাজারের ইসলামিক একাডেমিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলী, নায়েবে আমির মনিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেফাউল মুলকসহ ১৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ছয়জন শিবির নেতা রয়েছেন।
ওসি দাবি করেন, অভিযানের সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে ১০টি ককটেল, আটটি পেট্রলবোমা, ৫০০ গ্রাম গানপাউডারসহ কয়েকটি দেশি অস্ত্র জব্দ করা হয়।
নাশকতার উদ্দেশ্যে তাঁরা বৈঠক করছিলেন।