কোস্টগার্ডের সাবেক পরিচালক কারাগারে

অবৈধভাবে গম আত্মসাতের অভিযোগে কোস্টগার্ডের সাবেক পরিচালক কমান্ডার (অব.) মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তাঁর জামিনের খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ সকালে দুদকের পরিচালক এনামুল বাছির রাজধানীর মহাখালীর ডিওএইচএসের নিজ বাসা থেকে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করে।
নথি থেকে জানা যায়, গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় চট্টগ্রাম, মোংলা ও পটুয়াখালীর বিভিন্ন অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোস্টগার্ডের অনুকূলে ১১ হাজার ১০০ টন গম বরাদ্দ দেয়। নিয়মানুযায়ী ওই গম বিক্রির অনুমতি ছিল না কোস্টগার্ডের।
কিন্তু কোস্টগার্ডের তৎকালীন মহাপরিচালক শফিক-উর-রহমান ওই গম বিক্রির জন্য একটি কমিটি গঠন করেন। কমিটি কতগুলো ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নিয়ে নিজেদের খুশি মতো পাঁচ টাকা কেজি দরে (মোট সাত কোটি ৩৭ লাখ চার হাজার টাকা) গম বিক্রি করেন। অথচ ওই সময়ে প্রতি কেজি গমের বাজারমূল্য ছিল ১১ টাকা ৬৪ পয়সা।
এ ঘটনায় দুদকের তৎকালীন কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন রাজধানীর ক্যান্টেনমেন্ট থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।