পীরগাছায় চাল বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

রংপুরের পীরগাছায় সরকারি চাল বোঝাই ট্রলির এক্সেল ভেঙে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নয়ন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুখানপুকুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে।
ট্রলির হেলপার মিলন চন্দ্র বলেন, ‘পীরগাছা সরকারি খাদ্য গুদাম থেকে চালের বস্তা লোড করে কালিগঞ্জ অভিমুখে আমরা যাচ্ছিলাম। কুকড়া ভাঙা ব্রিজের কাছে হঠাৎ ট্রলির এক্সেল ভেঙে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নয়ন মিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রোববার দুপুরে উপজেলার কুকড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩নং ইটাকুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বলেন, শোকাহত পরিবারকে সকল প্রকার সহযোগিতা করা হবে।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পরিবারের সহযোগিতায় মরদেহ দাফন করা হয়েছে।