প্রধান বিচারপতি নিয়োগে যে বার্তা দিল বিএনপি

প্রধান বিচারপতি নিয়োগে প্রক্রিয়ায় অ্যাপিলেট ডিভিশনের সবচেয়ে জ্যেষ্ঠতম বিচারপতি নির্দিষ্ট না করে ‘জ্যেষ্ঠতম বিচারপতিদের মধ্যে ন্যূনতম দুই থেকে তিনজন’রাখার রাখার প্রস্তাব করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের কাছে আলোচনার অবস্থা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, উনাদের (জাতীয় ঐকমত্য কমিশন) প্রস্তাব ছিল, অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট যেন পরবর্তী চিফ জাস্টিস হন। আমাদের প্রস্তাব হয়েছে যে, এক্ষেত্রে একটা অন্তত অপশন থাকা উচিত যে, সিনিয়র মোস্ট বিচারপতিদের মধ্যে কমছে কম দুই থেকে তিনজন যেন এই অপশনের মধ্যে থাকে।
তবে ‘সেই জায়গাটা (প্রস্তাব) এখনো গৃহীত হয় নাই সেটা আলোচনা চলছে’বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
প্রস্তাবের যৌক্তিকতা ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে। সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্সড (নির্দিষ্ট) করে দেই, কোনো অপশন যদি না থাকে …ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনসিউর করতে চাই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সেক্ষেত্রে আমরা বলব না, আগের মতো কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না। আবারও বলছি, কারণ হচ্ছে যে, রাষ্ট্রের মধ্যে ডকট্রিন অব নেসেসিটি মেইকস ল… আমাদেরকে বুঝতে হবে যে সেফটি অব দ্য স্টেট ইজ প্রায়োরিটি... সুপ্রিম ল। সেই বিষয়গুলো বিবেচনায় রেখে এবং ডকট্রিন অব নেসেসিটিটা বিবেচনায় রেখে কিছু অপশন এরকম রাখার সুবিধা আর না হলে হয়তবা কোনো ব্যক্তির হাতে রাষ্ট্র পড়ে যাবে; সেটা রাষ্ট্রের জন্য অকল্যাণকর হবে।