মিয়ানমারে মানবিক করিডোরের আলোচনা বন্ধের দাবি নূরের
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কোনো সরকারকেই নিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
আজ বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে নুরুল হক নূর এ মন্তব্য করেন।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা নিয়ে যে আলোচনা চলছে, সরকারকে এখনই সেই আলোচনার ইতি টানতে হবে। এ বিষয়ে আর এক পা-ও না এগোনোর আহ্বান জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ও ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে, সেটা মেনে নেওয়া হবে না বলেও জানান নুরুল হক নূর।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান ছিলেন গণঅধিকার পরিষদের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ ও বিশেষ অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।