মোহনগঞ্জে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে বজ্রাঘাতে গোলাপ মিয়া (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গোলাপ মিয়া মোহনগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের পাইক মিয়ার ছেলে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুরে গোলাপ মিয়া বাড়ির সামনে নিজের জমিতে ধান কাটছিলেন। সঙ্গে ছিলেন বাবা, ভাইসহ পরিবারের অন্যান্যরা। হঠাৎ আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। গোলাপ মিয়ার খুব কাছেই বজ্রাঘাত ঘটে। চিৎকার দিয়ে দৌড়ে জমির এক পাশে পড়ে যান তিনি।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. শফিকুজ্জামান বলেন, ‘বজ্রাঘাতে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’