সুন্দরবনে মহাবিপন্ন কচ্ছপ ‘বাটাগুর বাসকা’র ৬৫ বাচ্চার জন্ম

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন প্রজাতির কচ্ছপ ‘বাটাগুর বাসকা’র ডিম থেকে ৬৫টি বাচ্চা ফুটে জন্ম নিয়েছে। আজ সোমবার (৫ মে) সকালে বাচ্চাগুলো ফুটে বের হলে সেগুলোকে তুলে নিয়ে কেন্দ্রের সংরক্ষণ প্যানে রাখা হয়।
প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি একটি কচ্ছপ ৮২টি ডিম দেয়। সেগুলো সংগ্রহ করে নিবিড় পরিচর্যার মাধ্যমে বালুর মধ্যে রাখা হয়। অবশেষে কেন্দ্রের পুকুরপাড়ের স্যান্ডবিচে রাখা ডিমগুলো থেকে সোমবার সকালে ৬৫টি বাচ্চা জন্ম নেয়।
আজাদ কবির আরও জানান, এখন বাচ্চাগুলোকে লালন-পালনের জন্য প্যানে রাখা হয়েছে। পরবর্তীতে এগুলো বড় পুকুরে ছাড়া হবে এবং কিছু বাচ্চা প্রকৃতিতেও অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, করমজলে ২০১৪ সালে এই মহাবিপন্ন প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয় মাত্র ৮টি কচ্ছপ দিয়ে। এরপর থেকে এ পর্যন্ত ৫২১টি ডিম থেকে ৪৭৫টি বাচ্চা ফুটে বের হয়েছে। বর্তমানে প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। বংশবিস্তার কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে শতাধিক কচ্ছপ সুন্দরবন ও সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।