মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে যা বললেন ইশরাক হোসেন
সম্প্রতি বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত। এরপর তাঁকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র পদে শপথ গ্রহণসহ আনুষজ্ঞিক বিভিন্ন বিষয় নিয়ে এনটিভির সঙ্গে কথা বলেন ইশরাক হোসেন।
বিএনপিনেতা ইশরাক হোসেন বলেন, ‘আসলে মেয়র পদে বসার জন্যই আদালতের রায়কে পূর্ণাঙ্গ বাস্তবায়নে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো নিচ্ছি। দলের পক্ষ থেকে সেরকম নির্দেশনা পেয়েছি। আইনগতভাবে যে রায়টি এসেছে, আমরা প্রক্রিয়াটিকে সম্পন্ন করব। অতএব এ প্রক্রিয়ার শেষ অংশ হচ্ছে, শপথ নিয়ে আমার পজিশন হোল্ড (পদে দায়িত্ব গ্রহণ) করা। দায়িত্ব নেওয়ার জন্যই আমরা সমস্ত কার্যক্রম করছি। দলের সঙ্গেও আমার সেভাবে আলাপ আলোচনা হয়েছে।’ বিস্তারিত দেখুন ভিডিওতে।