এনআইডি তথ্য ফাঁস : দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই সেবা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির বুধবার (৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
এম হুমায়ুন কবির আগারওগাঁয়ের নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘তথ্য ফাঁসের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটির সেবা (এনআইডি ভেরিফিকেশন সেবা) বন্ধ করে দেওয়া হয়েছে।’
১২ কোটিরও বেশি মানুষের ব্যক্তিগত তথ্য ইসির ডাটাবেজে সংরক্ষিত রয়েছে। মোট ১৮৬টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এখন এই ডাটাবেজ থেকে এনআইডি যাচাইকরণ সেবা নিচ্ছে। এর আগেও আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে এনআইডির তথ্য ফাঁস হয়েছে।
হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশন নিয়মিত ডাটা অ্যাকসেস মনিটরিং করে। মঙ্গলবার আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে সাম্প্রতিক ফাঁসের বিষয়টি শনাক্ত করে। যথাযথ যাচাই-বাছাইয়ের পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তাদের প্রবেশাধিকার স্থগিত করেছি।
এনআইডি উইং প্রধান বলেন, তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যেভাবে বলা আছে, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।