সিলেট সীমান্তে বিএসএফকে ধাওয়া দিল জনতা

স্থানীয়দের বিক্ষোভের মুখে সিলেটের গোয়াইনঘাট সীমান্তে নলজুরি খাসি হাওর ১২৭৮-৭৯ মেইন পিলারের মধ্যবর্তী স্থানে একটি মাঠের জরিপ কাজ পণ্ড হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে এ নিয়ে ঐ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, জরিপ কাজ সম্পাদন করতে পারেনি বিএসএফ ও বাংলাদেশের যৌথ দল।
স্থানীয়দের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন এমন জমি দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা যায়, ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী মাঠটি ভারতের বলে দাবি করে আসছে বিএসএফ। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আলোচনাও হয়।
এর এক পর্যায়ে, আজ দুপুরে বিজিবি ও বিএসএফ, বাংলাদেশ জরিপ বিভাগ, ঢাকা ও সিলেটের ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার ১২৭৮- ৭৯ পিলারের মধ্যবর্তী স্থানটিতে জরিপ করতে যান।
এসময়, সীমান্তবর্তী বাংলাদেশীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিএসএফ এলে বাংলাদেশের সাধারণ জনতা উত্তেজিত হয়ে জরিপ দলটিকে বাধা দেয়। পরে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ জরিপ দল। সীমান্ত থেকে সরে যায় বিএসএফ ও তাদের জরিপকারী দলের সদস্যরাও।
সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, খেলার মাঠটি অপদখলীয় জায়গা হিসেবে চিহ্নিত। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি টহল কার্যক্রম অব্যাহত আছে।