এবার শাহবাগ মোড়ে এশার নামাজ আদায়

শাহবাগ মোড়ে কয়েক দফায় জামাত করে এশার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা। ছবি : এনটিভি
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে। কর্মসূচির ফাঁকে আন্দোলনকারীরা সড়কেই আছর, মাগরিবের পর এবার এশার নামাজ আদায় করেছেন।
আজ শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ মোড়ে কয়েক দফায় জামাত করে এশার নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।
এ সময় সব ধরনের স্লোগান দেওয়া বন্ধ ছিল। নামাজ আদায় শেষে আবার বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারী ছাত্র-জনতা।
এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শনিবার বিকেল ৩টার দিকে শাহবাগ মোড়ে শুরু হয় গণজমায়েত কর্মসূচি।