জিআই স্বীকৃতির পর মাগুরায় হাজরাপুরী লিচুর মেলা

জিআই (ভৌগোলিক নির্দেশক) স্বীকৃতি পাওয়া মাগুরার হাজরাপুরী লিচু নিয়ে মাগুরায় শুরু হয়েছে দুই দিনব্যাপী লিচু মেলা। আজ রোববার (১১ মে) দুপুরে সদর উপজেলার ইছাখাদা এলাকায় লিচুপল্লীতে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। এ সময় আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের লিচু সংগ্রহ মৌসুমেরও উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ ও নারী উদ্যোক্তা জেনিস ফারজানা তানিয়া।
এ সময় বক্তারা বলেন, হাজরাপুরী লিচুর জিআই স্বীকৃতি আন্তর্জাতিক বাজারে মাগুরার লিচু রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করেছে।
পরে ইছাখাদা পুরাতন বাজারে লিচু মেলার উদ্বোধন করা হয়।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার হাজরাপুর, ইছাখাদাসহ ১৫টি গ্রামে প্রায় ৭৫০ হেক্টর জমিতে ২৮ হাজার ৪৬২টি লিচু গাছ রয়েছে। চলতি মৌসুমে এসব গাছ থেকে প্রায় ১০০ কোটি টাকার লিচু বিক্রির আশা করা হচ্ছে।