প্রেসক্লাবের সদস্য ও পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় জাতীয় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ মে) দুই দিনব্যাপী এই ক্যাম্প শেষ হয়।
প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ক্যাম্পে প্রায় ৪০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কিডনি সম্পর্কিত ‘এস. ক্রিয়েটিনিন’ এবং লিভার সম্পর্কিত ‘এসজিপিটি (এলটি)’ পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ এবং ব্লাড প্রেশার চেক-আপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রুহুল আমিন। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব ও ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গণি চৌধুরী, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও মোহাম্মদ মমিন হোসেন, কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ কে এম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ইনসাফ বারাকাহ হাসপাতালের এ জি এম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলালসহ ডাক্তার ও নার্স প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসান হাফিজ বলেন, সদস্যদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।