পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরি করবে সরকার : পরিবেশ উপদেষ্টা

সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরি ও সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৩ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অনেক বড় বড় শপিংমল যুক্তি দাঁড় করানোর চেষ্টা করে যে, ক্রেতারা ৪০ টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে চায় না। এই যুক্তি ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ কিন্তু প্লাস্টিক বর্জ্য অব্যবস্থাপনার দিক দিয়ে বিশ্বের শীর্ষ ১০টি দেশের মধ্যে এক নম্বর। সব বর্জ্য ব্যবস্থাপনাতেই আমাদের অবস্থা করুণ। পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করতে হবে।
উপদেষ্টা সরকারি উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করতে সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, যখন মানুষ নিজে থেকে বুঝতে শিখবে, একইভাবে সরকার ও আইন প্রয়োগ করতে এগোবে, তখন পরিবর্তনটা আসবে।
অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমও বক্তব্য দেন।