ড. ইউনূসকে ডি লিট ডিগ্রি প্রদান করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি লিট) ডিগ্রি প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৪ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন ড. ইউনূস। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহইয়া আখতার তার হাতে সম্মাননা সনদ, স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি উপাচার্য। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ অন্তর্বর্তী সরকারের আরও চার উপদেষ্টা।
দুপুর ২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবর্তন চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের ৪২ জন পিএইচডি, ৩৩ জন এমফিল ডিগ্রিধারীসহ ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।