সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

রাজধানীর আফতাবনগরে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের শাহবাগে অবস্থিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধবার হলেন—তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মুনসুরা বেগম (৩৫) এবং তাদের তিন সন্তান তানজিলা (১১), মিথিলা (৭) ও তানিশা (৪)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, আফতাবনগরের একটি বাসার রান্নাঘরে কোনোভাবে গ্যাস চালু করা ছিল। সেখানে গিয়ে সম্ভবত কেউ একজন সিগারেট ধরায় এবং সঙ্গে সঙ্গে আগুন চারদিকে ছড়িয়ে যায়। এতে পরিবারে সবাই দগ্ধ হয়।
তবে তাদের কে কতটা দগ্ধ হয়েছেন, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি এই চিকিৎসক। শুক্রবার রাতে তিনি বলেন, তাদের ড্রেসিং চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়ে গেছে, তা পরে জানা যাবে।