এনআইডি ডাটা সেন্টার সম্পূর্ণ নিরাপদ : ডিজি
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ‘আমাদের ডাটাসেন্টার ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চালু থাকে। তবে ছোটখাটো মেনটেইনেন্সের জন্য মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও (শনিবার) আমরা বন্ধ রেখেছি। চার ঘণ্টা পর চালু করতে পেরেছি। এরকম আমরা রেগুলার মেনটেইনেন্সের কাজ করি। এর ধারাবাহিকতায় ডাটা সেন্টার নিজস্ব জনবল দিয়ে সবসময় চেক করা হয়। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কিনা, আপডেটেড রয়েছে কিনা।’
আজ সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন এ এস এম হুমায়ুন কবীর।
এনআইডির ডিজি বলেন, ‘আমাদের অবস্থান থেকে যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার, নিয়েছি। এখন আমাদের এ ডাটা সেন্টার পূর্ণ নিরাপদ। ডাটা সেন্টার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবেলা করছি না। এটা যেহেতু ডাটা সেন্টার, তাই কোনোভাবেই যেন ডাটা লিক না হয়, অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ডাটা সেন্টার নিরাপদ রাখতে যত রকম ব্যবস্থা নেওয়া দরকার, সব ব্যবস্থা নেওয়া হবে।’
ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আমরা এটাকে আরও একটু নিরাপদ করার জন্য বুয়েটের একটি টিমকে ফুলটাইম কাজ করার জন্য সুযোগ করে দিয়েছি। বুয়েটের টিমের সঙ্গে আমি ও আমাদের প্রজেক্টের লোকজন এবং আমাদের টেকনিক্যাল লোকজন ধারাবাহিকভাবে বসে সবসময় এই জিনিসগুলো আমরা বুঝে নিচ্ছি। আমি ওই প্রক্রিয়ার মধ্যে থেকে মনে করছি, আমরা এখনও নিরাপদ আছি।’
এ এস এম হুমায়ুন কবীর আরও বলেন, ‘দুটি (ডাবল) জাতীয় পরিচয়পত্রধারী ৫৮৬ জনকে চিহ্নিত করেছিলাম। তাদেরকে আমরা নিষ্কৃতি দিয়েছি। দ্বৈত এনআইডি থাকা ৫৮৬ জনের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ হেওয়া হয়েছে। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল। সেজন্য তারা কোনোভাবে নাগরিক সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি, এখন তাদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তারা নাগরিক সেবা পাবেন।’
ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক বলেন, ‘একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে—ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারও নেই। যদি কারও ব্যাপারে চিহ্নিত হয়, তবে এ নিয়মে একই ব্যবস্থা নেবো।’
এনআইডি সার্ভারে প্রায় সাড়ে ১২ কোটি ভোটারের তথ্য রয়েছে। এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।