চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ২ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২১ মে) সকালে নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারতাররা হলেন- মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার বাসিন্দা মেহরাব খান ও শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম রাজু। তারা দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন, মেহরাব আর আশরাফুল জুলাই ও আগস্টের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখে থেকেছে। গণঅভ্যুত্থানের পর তারা সততার সাথে ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখছে। কোনো কাজে ভুল হলে দুঃখ প্রকাশ করছি। তাদের ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ বলেন, ওই দুজনের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।