খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের পক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিদেশ গমন রহিত (নিষেধাজ্ঞা) করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান টিমের কর্মকর্তারা জানান, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘ ১৫ বছরে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল পরিমাণ মালিক হয়েছেন। এসব অভিযোগের অনুসন্ধানের জন্য ৩ সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তালুকদার আব্দুল খালেক এবং তার স্ত্রী হাবিবুন নাহার দেশত্যাগ করে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এজন্য দুর্নীতির সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয় তাদের বিদেশ গমন নিষিদ্ধ করার জন্য।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক তাদের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন। আদালতের আদেশ পাওয়ার পর দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক রকিবুল ইসলাম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে যাওয়া ঠেকাতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছেন, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার উপ-পরিচালক ওয়াদুদুর রহমান।