বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ২ জনের মৃত্যু

নীলফামারী সদর উপজেলায় ঘর নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপির ফকিরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মো. সোলায়মান বাবু (৭০) এবং তার পুত্রবধূ শাবনা বেগম (৩৫)। তিনি ওয়াজেদ আলীর স্ত্রী। আহত হয়েছেন বাবুর স্ত্রী মোছা. ওয়াতন বেগম (৬৫)। বর্তমানে তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুরে বাড়িতে ঘরের খুঁটি স্থাপনের কাজ চলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ঘরের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই খুঁটির কাজ করা অবস্থায় সোলায়মান বাবু, তার স্ত্রী এবং পুত্রবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান সোলায়মান বাবু ও শাবনা বেগম। স্থানীয়রা আহত ওয়াতন বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।