সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৭৪৪ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৭৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১১৩০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৬১৪ জন রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ শনিবার (২৪ মে) এ তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে এক হাজার ৭৪৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, তিনটি পিস্তল, একটি দেশীয় শুটারগান, তিনটি দেশীয় এলজি, তিনটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।