শিক্ষার্থী প্রতিনিধির ওপর হামলা : শ্রমিক লীগনেতা কারাগারে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শিক্ষার্থী প্রতিনিধির ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগনেতা শাহজাহান প্রধানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৫ মে) দুপুরে আদালতের নির্দেশে আসামিকে কারাগারে পাঠানো হয়।
হামলায় আহত মেহেদী হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা করা হয়। এরপর ওই মামলায় শ্রমিকলীগের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি শাহজাহান প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠান আদালত।
আহত মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ‘শাহজাহান ও নবীর দলবল নিয়ে আমার ভগ্নিপতির দোকানে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় দোকানে থাকা আমার বাবা ও ভগ্নিপতি নাইমকে মারধর করে। বাবা আমাকে ফোনে জানালে আমি বাড়ি থেকে ঘটনাস্থলে যাই এবং কিসের চাঁদা জানতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় শাহজাহান প্রধান ও নবীরসহ ১০ থেকে ১৫ যুবক।’
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং শাহজাহান প্রধানকে আটক করি। তাকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন মেহেদীর বাবা হানিফ খান। আজ রোববার দুপুরে আসামিকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। অপর আসামিদের গ্রেপ্তার করতে যৌথবাহিনী কাজ করছে।’