লক্ষ্মীপুরে সরকারি জমিতে গড়া ২১ দোকান উচ্ছেদ

লক্ষ্মীপুর সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ডের খাল ও সরকারি খাস জমিতে অবৈধভাবে গড়ে তোলা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
আজ সোমবার (২৬ মে) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্ষার আগে পানি চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান। এর আগেও ২১ মে সদর উপজেলার অভিরখিল ও ছাগলছিড়া এলাকায় ১২টি দোকানঘর এবং ২২ মে রায়পুর পৌরসভায় ডাকাতিয়া নদীর ওপর ৪টি বাঁধ অপসারণ করা হয়েছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এজন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। উচ্ছেদ করা হয়েছে খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর। অভিযান চালিয়ে ২০ শতাংশ জমি উদ্ধার হয়। উদ্ধারকৃত জমির বাজার মূল্য প্রায় প্রায় দেড়কোটি টাকা।
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসের শেষ দিকে ভারী বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ৮ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। তখনই খাল ও নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখার প্রয়োজনীয়তা অনুভূত হয়।