সিরাজগঞ্জে খামারি হত্যায় ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জের চৌহালীতে খামারি হত্যা ও তিন গরু ডাকাতির ঘটনায় শফিকুল ইসলাম ওরফে সফি ডাকাত (৬৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৬ মে) রাতে টাঙ্গাইলের যমুনার চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ও সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের বাসিন্দা।
আজ মঙ্গলবার দুপুরে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুরস্থ কাউলিয়া চরে সংঘবদ্ধ ডাকাতদল তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় তিনটি গরু লুটে নেয় ডাকাত দল।
ওসি আব্দুল বারিক আরও জানান, এ ঘটনায় সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের একটি প্রত্যন্ত চরে অভিযান চালিয়ে শফিকে গ্রেপ্তার করা হয়। তার নামে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গরু উদ্ধারসহ বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।