শেরপুরে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ

শেরপুরে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ। ছবি : এনটিভি
শেরপুরে জুলাই শহীদদের ১১ পরিবারের মাঝে সঞ্চয়পত্র ও চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সঞ্চয়পত্র ও চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১১ শহীদ পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকার চেক এবং যাতায়াত ভাতা বাবদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়। তবে, ১৩ শহীদ পরিবারের মধ্যে দুই পরিবারের সঞ্চয়পত্র ওয়ারিশ নির্ধারণ না হওয়ায় এখনো বিতরণ করা যায়নি।