শিবচরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট

বাড়িতে হামলা। ছবি : এনটিভি
মাদারীপুরের শিবচরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে আহত যুবক ইবনে সামাদের মৃত্যুর পর ইতালি প্রবাসী রোকন মাদবরের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় মুখোশধারী ১০-১৫ জন দুর্বৃত্ত রোকনের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় কোরবানির পশু কেনার জন্য রাখা ৫ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এর আগে, শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল সরদারকান্দি গ্রামে দীর্ঘদিনের বিরোধের জেরে ৬ মে দুইপক্ষের সংঘর্ষে ইবনে সামাদসহ কয়েকজন আহত হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ইবনে সামাদ মারা যান।
শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান মিয়া জানান, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।