নিখোঁজ ৩ পর্যটকের মধ্যে আরেক নারীর মরদেহ উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলায় নিখোঁজ তিন পর্যটকের মধ্যে স্মৃতি নামে আরেক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে দুদিনে দুই পর্যটকের মরদেহ উদ্ধার হলেও হাসান নামে অপর পর্যটক নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার (১৩ জুন) সকাল ১০টার দিকে তৈনখালের আমতলী নৌঘাট এলাকা থেকে এই নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্মৃতি আকতার (২৪) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকি সাভার গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে তৈনখালের ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে আমতলী ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে। নিখোঁজ হওয়ার তিনজনের মধ্যে মরদেহটি নারী পর্যটকের বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাজারপাড়ার কানাইমাঝির ঘাট এলাকায় মাতামুহুরি নদীতে ভাসমান অবস্থায় শেখ জুবাইরুল ইসলাম (২৭) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়।
পর্যটক ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ৯ জুন ৩৩ সদস্যের একটি পর্যটক দল দুজন গাইডসহ তৈনখালের মাধ্যমে আলীকদম-থানচি সীমান্তের ক্রিসতং পাহাড়ের চূড়ার দিকে একটি দুর্গম এলাকায় ভ্রমণে যায়। সে সময় তৈনখালের গভীর স্রোতে তিনজন পর্যটক ভেসে যান। তাঁদের মধ্যে একজনের মরদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ পর্যটকের একটি দল গত বুধবার আলীকদমে এসেছিল। এই দলে কো হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির বলেন, সকালে তৈনখাল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুজন পর্যটক মরদেহ উদ্ধার হলেও আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন। উদ্ধারের কাজ চলমান রয়েছে।