প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নে ৫ দেশে নতুন মিশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত করতে পাঁচটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ‘ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ ও প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে পাঁচ দেশে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’
উপদেষ্টা আসিফ মাহমুদ এর পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, এই নতুন মিশনগুলো আয়ারল্যান্ডের ডাবলিন, নরওয়ের অসলো, আর্জেন্টিনার বুয়েনস এইরেস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাওপাওলো শহরে স্থাপন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।