আরাফাত হত্যা মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমান এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, আরাফাত হুসাইন (১২) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৫নং সেক্টরের ৪নং রোডের জামিয়া রওযাতুল উলুম মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
গত ৫ আগস্ট সকাল ৮টায় আরাফাত হুসাইন উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন ভুক্তভোগী হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান তিনি। তার মৃত্যুর পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড়ভাই মো. হাসান আলী (২১)।
গত ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ।