কিশোরগঞ্জে দস্যুতার প্রস্তুতিকালে যুবক আটক

কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম তারাপাশা সিদ্ধেশ্বরী মোড় এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে রাজীব দাশ (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৪। গতকাল শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আলহাজ আব্দুল কুদ্দুস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
রাজীব দাশ শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে একটি ফোল্ডিং চাকু উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার (৪ জুলাই) রাতে নিয়মিত টহল পরিচালনার সময় নির্ভরযোগ্য একটি সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম তারাপাশা সিদ্ধেশ্বরী মোড় থেকে বত্রিশ বাসস্ট্যান্ড রোড এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী অবস্থান করছে। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আলহাজ আব্দুল কুদ্দুস হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে থেকে রাজীব দাশকে একটি ফোল্ডিং চাকুসহ আটক করা হয়। তবে অভিযানের সময় রাজীব দাশের সঙ্গে থাকা অন্য দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বলেন, আটক রাজীব দাশকে আইনগত ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।