মুন্সীগঞ্জে স্টেডিয়ামের গ্যালারির নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ শহরের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারির নিচে পরিত্যক্ত কক্ষ থেকে মো. ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৯ জুলাই) দুপুর ১টার দিকে মাঠপাড়া এলাকার ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের পরিত্যক্ত কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন ওই এলাকার বাসিন্দা মামুন হাওলাদারের ছেলে।
মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হরি চাঁদ জানান, স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনের কারণে কিশোরের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।