সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সঙ্গে জামায়াতের বৈঠক

আগামী শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থা, ঢাকার বাইরে থেকে আসা গাড়ির ব্যবস্থাপনা এবং সার্বিক বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে দলটির একটি প্রতিনিধি দল। আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ডিএমপি কার্যালয়ে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জামায়াতে ইসলামীর সাত সদস্যের প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও সহকারী প্রচার সম্পাদক জনাব আবদুস সাত্তার সুমন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার ক্রাইমস অ্যান্ড অপারেশন নজরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম কমিশনার অপারেশনস মো. শহিদুল্লাহর সঞ্চালনায় ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইমস অ্যান্ড অপারেশন নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভাশেষে এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।