মাদারীপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুর শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকার ছয়তলা ভবনের একটি কক্ষ থেকে নয়ন হাওলাদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ফ্ল্যাটের আরেকটি কক্ষ থেকে শাওন সরদার (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত নয়ন হাওলাদার মাদারীপুর শহরের আসমত আলী খান সড়কের বাসিন্দা মো. মাইনুদ্দিন হাওলাদারের ছেলে। আটক শাওন সরদার শহরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আড়াই মাস আগে ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার, শাওন সরদার আরও একজন সহযোগীকে নিয়ে শহরের শকুনি লেকের দক্ষিণ পাড়ের ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফ্ল্যাটের ভেতর থেকে একজনের চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে নয়নের মরদেহ উদ্ধার করে। একই সময় আরেকটি কক্ষে বদ্ধ অবস্থায় শাওন সরদারকে জীবিত উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এই হত্যার ঘটনা সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ।
মরদেহটি সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে রুমের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাওন সরদারকে আটক করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
পুলিশ সুপার আরও বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।