রাজধানীর সড়কে তীব্র যানজট, হেঁটে সমাবেশস্থলে নেতাকর্মীরা
রাজধানীর সড়কে মানুষ আর মানুষ। কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে চড়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এতে করে রাজধানীর পল্টন, গুলিস্তান, সায়েদাবাদ, জিরোপয়েন্ট, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চাঁনখারপুল, আজিমপুর, পালাশী, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার, ফার্মগেট, জাতীয় প্রেসক্লাব, সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের এলাকাসহ রাজধানীর অধিকাংশ এলাকায় আজ শনিবার তীব্র যানজট তৈরি হয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
দেখা গেছে, রাজধানীর যাত্রাবাড়ি-সায়েদাবাদ থেকে গুলিস্তান হয়ে সমাবেশস্থল, নিউমার্কেট থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্মগেট এলাকা থেকে শাহবাগ পর্যন্ত সড়কে মানুষ আর মানুষ। স্লোগান দিতে দিতে এসব মানুষ যাচ্ছেন জামায়াতের মহাসমাবেশে। স্লোগানমুখর নেতাকর্মীদের পেছনে পেছনে আস্তেধীরে যানবাহন চলছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মিরপুর থেকে কারওয়ান বাজার আসা মাজিদুল ইসলাম বলেন, আমি মিরপুর ১ থেকে শ্যামলী-আসাদগেট-ফার্মগেট হয়ে কারওয়ান বাজার এসেছি দুই ঘণ্টার বেশি সময়ে। যত জ্যামই থাকুক, এতো দেরি সাধারণত হয় না। যেকোনো দলের এমন বড় সমাবেশ ঢাকার বাইরে হলে খুবই ভালো হয়। মানুষের অনেক ভোগান্তি হয়।
রাজধানীর যাত্রাবাড়ী যাওয়ার কথা ছিল শহিদুল ইসলামের। তবে, কারওয়ান বাজারের রাস্তার পরিবেশ দেখে তিনি আর যাত্রাবাড়ী রওনা দেওয়ার সাহস দেখাননি।
এ ছাড়া শনিরআখড়া থেকে কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছাতে হাঁটতে হচ্ছে জাকের হোসেনকে। তিনি বলেন, ‘আমি হেঁটে হেঁটে কারওয়ান বাজার যাচ্ছি। ডেমরা কোনাপাড়া থেকে যাত্রাবাড়ি মোড়ের দুরত্ব ৩ কিলোমিটার। এ পুরো পথ ব্লক। গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার পুরো ব্লক। আর গুলিস্তানের পর অর্থাৎ সোহরাওয়ার্দীর দিকে যানবাহনে যাওয়ার কোনো সুযোগ নেই। জামায়াতের নেতাকর্মীরাও হেঁটে সমাবেশের দিকে যাচ্ছেন।
জাকের হোসেন বলেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত জায়ামাত নেতাকর্মীরা সড়কের পাশেই খাবার খাচ্ছেন। বসে পড়ছেন। একটু বিশ্রাম নিচ্ছেন। আবার হাঁটা শুরু করছেন। সব মিলিয়ে রাস্তার জ্যাম আজ ভয়াবহ মাত্রায়।
আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম পর্বের সমাবেশ শুরু হয়েছে। সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন সাইফুল্লাহ মনসুর।
আজ দুপুর ২টায় মূল পর্বের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। দলের আমির শফিকুর রহমান সমাবেশে সভাপতিত্ব করবেন।
জামায়াত জানিয়েছে, আজকের সমাবেশ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করাসহ সাত দফা দাবি তুলে ধরা হবে। এই সমাবেশ উপলক্ষে গতকাল সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। আজ সকাল থেকেও রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা গেছে।