মেহেরপুরে পুরোনো যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান

২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধে মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রোববার (২০ জুলাই) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত হয়।
বিআরটিএর উদ্যোগে পরিচালিত এ অভিযানে সহায়তা করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পরিবহণ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, কর্মকর্তা জিয়াউর রহমান এবং জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা।
অভিযানে দীর্ঘদিন ধরে চলাচলকারী ঝুঁকিপূর্ণ ও নীতিমালাবহির্ভূত পুরোনো যানবাহনগুলো চিহ্নিত করা হয় এবং সংশ্লিষ্ট চালক ও মালিকদের সতর্ক করা হয়।
বিআরটিএ সূত্রে জানা গেছে, যানবাহনের রেজিস্ট্রেশন নীতিমালা অনুযায়ী ২০ বছরের বেশি পুরোনো যাত্রীবাহী বাস ও মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের সড়কে চলাচলে অনুমোদন নেই। এ ধরনের যানবাহন পরিবহণ খাতে ঝুঁকিপূর্ণ ও যাত্রী নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযান শুধু সতর্কতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।