জমি নিয়ে বিরোধে হামলা, ছাত্রদলনেতা গুরুতর আহত

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় ধামুরা ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি মো. সাব্বির হোসেনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় হাইটেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
গত ২৩ জুলাই জমি নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেনের ওপর হামলা হয়। এ সময় সাব্বিরসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার দিন বিকেলে আবু বক্কার ও তার পরিবারের কয়েকজন দেশীয় অস্ত্রসহ জমি দখলে গেলে সেলিম হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সেলিম হোসেন (৪৮), তার বড় ছেলে সাব্বির হোসেন (২৩), ছোট ছেলে মো. ইমন (১৯), ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহান মৃধা এবং মো. ফায়জুল হক হাওলাদার গুরুতর আহত হন।
আহতদের প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত সাব্বির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আজ তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় মো. সেলিম হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন—মো. রানা সরদার (৪০), মো. আবু বক্কার সরদার (৬০), মো. সংগ্রাম সরদার (২২), সাজিন সরদার (২০), মো. রোহান সরদার (১৮) এবং মোসা. কহিনুর বেগম (৫০)।
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত আবু বক্কার ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখল, মাদক, মারামারি, ধর্ষণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।